Dec 10, 2013

রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে নির্বাচন পেছানো যায়: ড.বদিউল আলম মজুমদার

রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে নির্বাচন পেছানো যায় বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। গত ০৮ ডিসেম্বর, ২০১৩ জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে নাগরিক সমাজের বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি কামাল হোসেন, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা জামিরুল রেজা চৌধুরী, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার ও সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক।


বৈঠক সম্পর্কে কামাল হোসেন বলেন, সবার অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে জাতিসংঘের চেষ্টা অব্যাহত থাকবে।এ সময় তাঁর পাশে উপস্থিত সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার প্রধান নির্বাচন কমিশনারকে উদ্ধৃত করে বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হলে নির্বাচন পেছানো যায়।

শাহদীন মালিক বলেন, ‘জাতিসংঘ সবার অংশগ্রহণে নির্বাচনে চায়, সারা দুনিয়া চায়। এ বিষয়ে আমরা আমাদের জায়গায়, ওরা ওদের জায়গায় কাজ করছে। বারবার ওনারা (জাতিসংঘের প্রতিনিধিদল) বলছেন, ওনারা কোনো ফর্মুলা নিয়ে নিউইয়র্ক থেকে আসেননি।’

সূত্র: প্রথম আলো, ডিসেম্বর ০৮, ২০১৩

No comments:

Post a Comment